করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ৩ জুলাই লকেট ট্যুইট করে জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নিজেই টুইট করে জানালেন সেকথা। 


তিনি টুইটে লেখেন, ‘আমি সুস্থ হয়ে উঠছি। হাসপাতাল থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। যত্ন নেওয়ার জন্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অনেক ধন্যবাদ। সবার সমর্থন পেয়ে আমি অভিভূত। সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখন কোয়ারেন্টিনে থাকব।’