সিইএসসি-র ভূতুড়ে বিলের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন বিজেপির
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ
বিধানসভা নির্বাচন নিয়ে একদিকে চলছে তোড়জোড় অন্যদিকে বিদ্যুতের বিল নিয়ে তোলপাড় রাজ্য। এবার সেই বিদ্যুতের বিলের ইস্যু নিয়েই বিক্ষোভে বিজেপির। সিইএসসি তরফে বিদ্যুৎ বিল জুন মাসে বেশি কেন, তার ব্যাখা দেওয়া হয়েছে। এপ্রিল, মে মাসের অতিরিক্ত বিল আপাতত মুলতবি ঘোষণা করে তারা। শাসক দল সিইএসসি সিদ্ধান্তকে মেনে নিলেও বিরোধীরা নাছোড়বান্দা। বিদ্যুৎয়ের ইউনিট মূল্য কমানো, কলকাতায় বিদ্যুৎ সরবরাহকারি সংস্থার সংখ্যা বাড়ানোর দাবি তোলে প্রতিবাদ-বিক্ষোভে সামিল বিজেপি ।
বিদ্যুতের বিল মুকুবের দাবিতে শুক্রবার শ্যামবাজার সিইএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতারা। আজ কলকাতা এবং রাজ্য জুড়ে এই বিল মুকুবের দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে শ্যামবাজার সিইএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন তারা। তাদের দাবি অবিলম্বে বিদ্যুতের বিল মুকুব করতে হবে, না হলে আরো বড়সড় আন্দোলনের পথে যাবে বিজেপি।
আন্দোলনকারী দের মধ্যে বিজেপির সহযোগী ট্রেডইউনিয়ন সংগঠন ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের উত্তর কলকাতা জেলা সভাপতি শুভজিৎ দত্তগুপ্ত জানান, "ভারতের অন্য যেকোনো রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের বিদ্যুতের মূল্য অনেক বেশী। সরকারী বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে যেখানে ১০০ ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম কেরালা তে ৩১৫ টাকা ,দিল্লী তে ১৪৫ টাকা ,বিহারে ৩১৭ টাকা ,ওড়িশা তে ৩৪০ টাকা ,মুম্বাই এ ২২০ টাকা ,গুজরাটে ৩৫৫ টাকা ,অরুণাচলে ৪০০ টাকা ,পাঞ্জাবে ৪৯১টাকা সেখানে পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম ৬২৩ টাকা। পাশাপাশি আছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে একচেটিয়া ব্যাবসার সুযোগ নিয়ে সিইএসসি র বে লাগাম লুট। পাশাপাশি রাজ্য বিদ্যুৎ পর্ষদ ত্রৈমাসিক বিলের কৌশল নিয়ে জনগনের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। ইউনিট বাড়লে ইউনিট প্রতি মূল্য বৃদ্ধির প্রক্রিয়ার মাধ্যমে তিনমাসের বিল একসাথে করে ইউনিট বাড়িয়ে ইউনিট প্রতি বেশী অর্থ আদায় করবার কৌশল নিয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। এছাড়া বিভিন্ন রাজ্যেকৃষি ক্ষেত্রে বিদ্যুৎ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই।"
বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে সরকারী ব্যর্থতার প্রতিবাদে আগেও আন্দোলনে নেমেছিল ভারতীয় জনতা পার্টি এবং আগামী দিনেও এই আন্দোলন চলবে বলে তিনি সংবাদ মাধ্যম কে জানান।
এই আন্দোলন কর্মসূচীতে কাশীপুর - বেলগাছিয়া ,জোড়াসাঁকো ,চৌরঙ্গী,শ্যামপুকুর ,মানিকতলার বিজেপির কর্মী ও নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন সহ জয়প্রকাশ মজুমদার, উত্তর কলকাতার জেলা সভাপতি শিবাজী সিনহ রায়, ভারতীয় জনতা পার্টির শ্যামপুকুর উত্তর মন্ডলের সভাপতি শ্রী ঈশ্বর দয়াল সাহু ,রাজ্য বিজেপির নেতা বিশিষ্ট আইনজীবী শ্রী ব্রজেশ ঝা , প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊