সারা বিশ্বে মোট ১৫৫টির বেশি গবেষণা চললেও ২৩টি কার্যকর প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে।


কবে মিলবে করোনার প্রতিষেধক জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

সারা বিশ্ব করোনার কোপে কুপোকাত। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনই পারে বিশ্বকে বাঁচাতে। সারা বিশ্বে মোট ১৫৫টির বেশি গবেষণা চললেও ২৩টি কার্যকর প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চলছে। যার মধ্যে তিনটি ট্রায়ালের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এখন জল্পনা কবে থেকে ভ্যাকসিন পাওয়া যাবে। 

WHO-এর জরুরী স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক (executive director) ডঃ মাইকেল রায়ান জানান,  ২০২১ সালের আগে কোনও প্রতিষেধক পাওয়ার আশা করা উচিৎ নয়। 


তিনি বলেন, করোনার প্রতিষেধক নিয়ে গবেষণার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, শেষ পর্যায়ের ট্রায়ালও চলছে বেশ কয়েকটি ভ্যাকসিনের। প্রায় সবকটিই এখন সাফল্যের দিকেই এগোচ্ছে।  কিন্তু ২০২১ এর আগে ভ্যাকসিন বাজারে আসছে না।  

ডঃ মাইকেল রায়ান জানান, সকলেই যাতে করোনার প্রতিষেধক পান, তা নিশ্চিত করার চেষ্টা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি ভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্যেও গবেষণা করছেন WHO-এর সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ দল। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়াই WHO-এর প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।