বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবং বিদ্যুত বিল মুকুবের দাবী নিয়ে বি.জে. পি র ডেপুটেশন
SER-23, বাঁকুড়া, ২৪জুলাই:
রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে, এবং তিন মাসের বিল মুকুবের দাবী সহ একাধিক দাবী নিয়ে এবার পথে নামল ভারতীয় জনতা পার্টি।
অনান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে ক্রমশ দিন দিন বেড়েই চলেছে বিদ্যুতের দাম । এরই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে জেলার বিদ্যুত বন্টন দপ্তর গুলিতে চলছে বি. জে. পি র ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল ।স্বভাবতোই একই ছবি দেখা গেল বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটিতে।এদিন সকাল এগারো' টা নাগাদ , গঙ্গাজলঘাঁটি সহ বিজেপির তিনটি মন্ডলের সদস্যদের নিয়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় গঙ্গাজলঘাঁটি বি. জে. পি র তরফে । মিছিলটি গঙ্গাজলঘাঁটি বিজেপি পার্টি অফিস থেকে শুরু করে সিংভাঙ্গা মোড় ঘুরে আসে, পশ্চিমবঙ্গ বিদ্যুত বন্টন করী সংস্থার শাখা কার্যালয় গঙ্গাজলঘাঁটি কাস্টমার কেয়ার চত্বরে ।
মিছিলে পা মেলান বিজেপির গঙ্গাজলঘাঁটি মন্ডল সভাপতি ভাস্কর লাহা, বিপদতারণ গরাই, বিজেপির জেলা সভাপতি সত্যনারায়ণ মুখার্জীসহ বিজেপির মহিলা সাংগঠনিকনেত্রী বৃন্দ ও অন্যান্য প্রমুখ কর্মী বৃন্দরা। এছাড়াও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অরুণ বাজপাই, বিজেপির বাঁকুড়া জেলা মুখপাত্র অজয় ঘটক প্রমুখ ।
মিছিলের পর, বিদ্যুতের দাম কমানো , গত তিন মাসের বিল মুকুবসহ একাধিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন গঙ্গাজলঘাঁটি বিদ্যুত বন্টনকরী অফিসের স্টেশন ম্যানেজারের কাছে । এইএকই ছবি দেখাগেল বাঁকুড়ার মেজিয়া, বড়জোড়া সহ একাধিক জায়গায় ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊