স্যানিটাইজার বেশি ব্যবহার করা উচিৎ নয়- সতর্ক করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
সারা বিশ্ব জুরে জাঁকিয়ে বসেছে। করোনা থেকে রেহাই পেতে একাধিক নিয়ম বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বারবার। মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধোঁয়া ইত্যাদি। পাশাপাশি, সংক্রমণের চেন ভাঙতে লাগাতার লক ডাউনের পথেও হাটতে হয়েছে তারপরেও ততটা বাগে আসেনি করোনা। এদিকে কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে এন৯৫ মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার বলা হয়েছে। এবার, আসলো স্যানিটাইজারের পালা। স্যানিটাইজার ব্যবহারেও সতর্ক করল কেন্দ্র।
আরও পড়ুন ঃ বজ্রপাতে মৃত্যু রুখতে এল অ্যাপ!
স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে স্যানিটাইজার বেশি ব্যবহার করা উচিৎ নয়। এর থেকে সাবান-জলই সবথেকে নিরাপদ বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ড: আর কে বর্মা বলেছেন, ‘এই অভূতপূর্ব সময় আসবে কেউ কোনওদিন ভাবেননি, এরকম একটা ভাইরাস ছড়িয়ে পড়বে। নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করুন। ঘন ঘন গরম জল পান করুন। এবং হাত ধুতে থাকুন। বেশি স্যানিটাইজার ব্যবহার করবেন না।’
যেহেতু স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, তাই এটা চামড়ার উপর বেশি ব্যবহার করা উচিৎ নয় বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊