নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্যঃ 

বার বার গোরুচুরির ঘটনা ঘটে চলেছে জলপাইগুড়ি পৌরসভার 25নম্বর এলাকার পরেশ মিত্র কলোনীতে।কয়েক দিন আগে ঐ এলাকা থেকে পাচ থেকে ছয়টি গরু চুরি হয়েছে।

ঘটনায় প্রকাশ পরেশ মিত্র কলোনীর একটি মাঠে গরুগুলো ঘাস খাবার জন্য রাখা হয়েছিল।এরপর সেখান থেকে গরু গুলি গায়েব হয়ে যায়।


গত এক সপ্তাহ আগেও রাজা রায় নামে এক জনের একটি  গরু চুরি হয় ঐ মাঠ থেকে । ফলে গৃহস্থরা ভীষণ উদ্বিগ্ন। অনেক গরুর মালিক তাদের গরু ফিরৎ পেতে  আর্থিক পুরস্কারও ঘোষণা করেন।  
বিস্তারিত ভিডিওতে-