করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় দল
রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যে এগারোটিরও বেশি জায়গায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে। এলাকার অবস্থা যাচাই করতে তৃতীয় দফায় রাজ্যে আসছে আইসিএমআর (ICMR) -এর প্রতিনিধিরা।
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS), চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ও পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকদের নিয়ে গঠিত দল আগামী মাসের গোড়ায় রাজ্যে আসবে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব-সহ করোনা অধ্যুষিত এলাকা খতিয়ে দেখতে ও কি কি করা প্রয়োজন সেই পরামর্শ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊