করোনাভাইরাস মহামারীতে আমেরিকার অবস্থা কার্যত উদ্বেগজনক। মৃত এক লক্ষের গন্ডি পেরিয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ এবং তা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে হুঁশিয়ারি ট্রাম্পের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কুল খোলার জন্য চাপ সৃষ্টি করছেন স্টেট এবং আঞ্চলিক প্রশাসকদের উপর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, স্কুল না খুললে ফেডেরাল ফান্ডের টাকা মিলবে না। নিউ ইয়র্ক সিটি ঘোষণা করেছে যে প্রতি সপ্তাহে ছাত্র-ছাত্রীদের দু-তিন দিন ক্লাসে আসতে হবে। বাকি দিনগুলোর পড়াশোনা চলবে অনলাইনে। স্কুলে আবার পড়ুয়াদের জন্য স্যানিটাইজেশনসহ অন্যান্য বিষয়গুলির উপর জোর দিয়েছেন ট্রাম্প। 


তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, ডেমোক্র্যাটরা নির্বাচনের বছরের কথা মাথায় রেখেই স্কুল বন্ধ রাখার দাবি জানাচ্ছে। দেশের মানুষের সুস্থ থাকার কথা ভেবে তারা এমনটা বলছে, তা মোটেই নয়।


ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, স্কুলে পড়ুয়াদের আনাগোনায় তাদের শরীর-স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেই দিকে বিশেষ নজর দেওয়া হবে। কোভিডের থেকে বাঁচার জন্য স্কুলে নতুন ধরনের সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।


নিউ ইয়র্ক সিটিতে স্কুল সবার আগে খুলছে। তবে, সামাজিক দূরত্ব সহ একাধিক বিধি নিষেধ মেনেই স্কুলে আনতে হবে পড়ুয়াদের।