৫৪ টি বিধান সভাতে প্রার্থী দেবে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ! সাংবাদিক বৈঠকে কড়া হুঁশিয়ারি 

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ 

উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের আজকের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম কুমার নন্দী।


তিনি বলেন "দীর্ঘ 72 বছর ধরে সমস্ত রাজনৈতিক দল ও রাজ্য ও কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের মানুষ কে তৃতীয় শ্রেণীর মানুষ করে রেখেছে, না দিয়েছেন ভালো শিক্ষা, না স্বাস্থ্য, না কর্ম সংস্থান। উত্তরবঙ্গ কে শুধুমাত্র ফুর্তি মারার জায়গা ছাড়া কিছুই ভাবেনা, আর উত্তরবঙ্গের মানুষকে বন্য প্রাণী।তাই তারা উত্তরবঙ্গের জন্য কিছু করবে না । BDO থেকে CM, DM থেকে PM, রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি সকলের কাছে বহু বার দাবি পেশ করার পরও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় সংগঠন রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে।" 


তিনি আরও বলেন, AIIMS, TEA -MINISTRI, রেল কারখানা, সিমেন্টের ফ্যাক্টরি, সমেত সমস্ত জেলাগুলির উৎপাদিত ফসল সেই জেলাতেই প্রসেসিং ফ্যাক্টরী করতেই হবে যাতে মানুষের কর্ম সংস্থান হয়, নচেৎ আলাদা উত্তরবঙ্গ রাজ্য দিক সরকার ,উন্নয়ন আমরাই করে দেখাবো।" 


তাই আর সময় নষ্ট না করে আগামী দিনের আন্দোলনের দামামা আজ বাজিয়ে দিলেন । প্রয়োজনে ৫৪ টা বিধান সভাতে প্রার্থী দিবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বৈঠক থেকে থেকে।