আপনার আধার কার্ড VERIFY করেছেন? কিংবা কারো আধার কার্ড নকল কিনা জানবেন কীভাবে?


আপনার আধার কার্ড VERIFY করেছেন? কিংবা কারো আধার কার্ড নকল কিনা জানবেন কীভাবে?


আপনার আধার নাম্বার VERIFY করেছেন কি? না করে থাকলে এখনি জেনে নিন কীভাবে VERIFY করবেন আপনার আধার নাম্বার। কিংবা অন্যের আধার কার্ড সঠিক কিনা তাও জানতে পারবেন নিমেষে।

অনেকক্ষেত্রে আধার জালিয়াতির ঘটনা ঘটছে। ধরুন আপনি আপনার বাড়িতে ভাড়া দেবেন বা কোন অফিসে নিয়োগ করবেন, তখন সেই আধার কার্ডটি সঠিক কিনা তা আপনি নিজেই যাচাই করতে পারবেন খুব সহজেই।


একটি আধার নম্বর যাচাই করতে যা যা করতে হবে-
সরাসরি UIDAI এর ওয়েবসাইটে গিয়ে আপনি দেখে নিতে পারেন। এইজন্য https://resident.uidai.gov.in/verify লিঙ্কে ক্লিক করুন।

প্রতিটি মুদ্রিত আধার কার্ডে একটি QR কোড থাকে যা যাচাইকরণের জন্য ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে কোনও আধার নম্বর যাচাই করতে, ব্যবহারকারীকে মোবাইল অ্যাপ্লিকেশন MADHAR এ "QR কোড স্ক্যানার" বিকল্পটি খুলতে হবে, এবং আধারটিতে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।


এছাড়া দেখে নিতে পারেন ভিডিওটি-এতে সহজে বুঝে যাবেন কি করতে হবে আপনাকে-





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ