বিশ্বের দরবারে আজ রক্তিম চ্যাটার্জি আমাদের গর্ব
আমার শহরের গর্ব, আপনার শহরের গর্ব, আমাদের গর্ব। বিজনেস মাইন্ড হতে গেলে যে সবার আগে অঙ্কের হিসাব টা খুব ভালো ভাবে বুঝতে হবে, সেটা প্রমান করে দিল আমার শহরের ছেলে, আমাদের ঘরের ছেলে বিজনেস ম্যান রক্তিম চ্যাটার্জি।
কলকাতা শহরের মোস্ট রিচ পারশন এর লিস্টে ছিনিয়ে নিল নিজের নাম। ২৭ তম নামে নিজের নাম টা লিখিয়ে দিল তিনি। পড়াশোনার সুত্রে খরগপুর IIT কলেজ থেকে পরাশোনা শেষ করেন তিনি। তারপরে Research Associate হিসাবে যুক্ত হন IIMT তে। বিখ্যাত Nexuse গ্রুপের কর্তা ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে খ্যাতির শীর্ষে বিরাজ করেন তিনি।
শুধু ব্যাবসা নয়, তিনি শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির কথা মাথায় রেখে ঘোষনা করেন ২০০০ এমপ্লই নিযুক্ত করার। বলাইবাহুল্য তিনি শুধু আমাদের গর্ব নয়, তিনি আমাদের পুরো জাতির গর্ব।
কলকাতা শহরের মোস্ট রিচ পারশন এর লিস্টে ছিনিয়ে নিল নিজের নাম। ২৭ তম নামে নিজের নাম টা লিখিয়ে দিল তিনি। পড়াশোনার সুত্রে খরগপুর IIT কলেজ থেকে পরাশোনা শেষ করেন তিনি। তারপরে Research Associate হিসাবে যুক্ত হন IIMT তে। বিখ্যাত Nexuse গ্রুপের কর্তা ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে খ্যাতির শীর্ষে বিরাজ করেন তিনি।
শুধু ব্যাবসা নয়, তিনি শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির কথা মাথায় রেখে ঘোষনা করেন ২০০০ এমপ্লই নিযুক্ত করার। বলাইবাহুল্য তিনি শুধু আমাদের গর্ব নয়, তিনি আমাদের পুরো জাতির গর্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊