Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজকের মুখ নাদিরা আহমেদ মুক্তি


আজকের মুখ নাদিরা আহমেদ মুক্তি 

শুভাশিস দাশ 


সবাই কবি নয় কেউ কেউ কবি আর এই সূত্র ধরে অকপট স্বীকার করতেই হয় উঠতি কবিদের মধ্যে উঠে আসা নাম নাদিরা । 

নাদিরা বলেই কবিতার জগতে ওর পরিচয় । ছোট থেকেই বাবার উত্সাহ ওকে কবিতার অঙ্গনে এনে হাজির করেছে । শরীর বাদ সাধলেও সব বাঁধা হার মেনেছে নাদিরার মনের কাছে । 

এক ঝাঁক তারুণ্যের মধ্যে এই সময়ে একজন ভালো শব্দ ছন্দের কারিগর নাদিরা । 
প্রিন্টেড পত্রিকা সহ ই-ম্যাগ গুলোতে তাঁর নিয়মিত কবিতা প্রকাশ পাচ্ছে । এর মধ্যে ওর একটি কবিতার বই প্রকাশ পেয়েছে । নাম ' খড় কুটোর ডাকে ' । 

বাস্তবতার কঠিন পরিমণ্ডলে বেড়ে ওঠে ওর শব্দ ছন্দ । মানুষ কে নিয়ে , মানুষের জন্য নাদিরা যে আদর্শ ধরে রেখেছে তা ওঁর কবিতা পড়লেই টের পাওয়া যায় । 

আগামী দিনে বৃহত্তর সাহিত্য অঙ্গনে ওকে দেখবো এই প্রত্যাশা আমাদেরও । 

নাম :নাদিরা আহমেদ মুক্তি 
বয়স :২৫
ঠিকানাঃ দিনহাটা
ফেসবুক : nadira Ahmed mukti


প্রতিভার সন্ধানে-নতুন প্রতিভার সন্ধান দেওয়ার একটা প্লাটফর্ম। আপনিও আপনার বিশেষ প্রতিভা সহ আপনার পরিচিতি মেইল করুন আমাদের । sangbadekalavya@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code