আজকের মুখ নাদিরা আহমেদ মুক্তি
শুভাশিস দাশ
সবাই কবি নয় কেউ কেউ কবি আর এই সূত্র ধরে অকপট স্বীকার করতেই হয় উঠতি কবিদের মধ্যে উঠে আসা নাম নাদিরা ।
নাদিরা বলেই কবিতার জগতে ওর পরিচয় । ছোট থেকেই বাবার উত্সাহ ওকে কবিতার অঙ্গনে এনে হাজির করেছে । শরীর বাদ সাধলেও সব বাঁধা হার মেনেছে নাদিরার মনের কাছে ।
এক ঝাঁক তারুণ্যের মধ্যে এই সময়ে একজন ভালো শব্দ ছন্দের কারিগর নাদিরা ।
প্রিন্টেড পত্রিকা সহ ই-ম্যাগ গুলোতে তাঁর নিয়মিত কবিতা প্রকাশ পাচ্ছে । এর মধ্যে ওর একটি কবিতার বই প্রকাশ পেয়েছে । নাম ' খড় কুটোর ডাকে ' ।
বাস্তবতার কঠিন পরিমণ্ডলে বেড়ে ওঠে ওর শব্দ ছন্দ । মানুষ কে নিয়ে , মানুষের জন্য নাদিরা যে আদর্শ ধরে রেখেছে তা ওঁর কবিতা পড়লেই টের পাওয়া যায় ।
আগামী দিনে বৃহত্তর সাহিত্য অঙ্গনে ওকে দেখবো এই প্রত্যাশা আমাদেরও ।
নাম :নাদিরা আহমেদ মুক্তি
বয়স :২৫
ঠিকানাঃ দিনহাটা
ফেসবুক : nadira Ahmed mukti
প্রতিভার সন্ধানে-নতুন প্রতিভার সন্ধান দেওয়ার একটা প্লাটফর্ম। আপনিও আপনার বিশেষ প্রতিভা সহ আপনার পরিচিতি মেইল করুন আমাদের । sangbadekalavya@gmail.com
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊