লকডাউনে বাতিল বুধবারের সমস্ত স্পেশাল ট্রেন 

অন্বেষা বিশ্বাস, কলকাতা: 

করোনা সংক্রমণ বাগে আসছে না উল্টে দিনের পর দিন বেড়েই চলছে। ফলে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে কন্টেইনমেন্ট জোনে তো লক ডাউন চলছে পাশাপাশি, সারা রাজ্যে সপ্তাহে দুদিন লক ডাউনের ঘোষণা করেছে নবান্ন। এদিকে এই মাসের গত বৃহস্পতিবার ও শনিবার সারা রাজ্যে লক ডাউন পালিত হয়েছে। পরবর্তী লক ডাউন আগামী বুধবার। 


করোনা আবহে ফের বুধবার পশ্চিমবঙ্গে সম্পুর্ণ লকডাউন। ওই দিন পূর্ব রেলের সমস্ত স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। ওইদিন রাজ্যে যাওয়া আসা মিলিয়ে ১০টি ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানা গিয়েছে পূর্ব রেলের তরফ থেকে। যারমধ্যে উল্লেখযোগ্য হাওড়া-পাটনা, হাওড়া-নিউ দিল্লি, শিয়ালদহ-ভুবনেশ্বর, শিয়ালদহ-আলিপুরদুয়ার ইত্যাদি। লকডাউন থাকায় যদিও গত শনিবার সমস্ত স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল। তাই আবারও আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখলো রেল।