সৌন্দর্যায়ন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল পূর্ব বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি ।

সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় আমফানের কারণে কাঁচা বাড়িঘরের পাশাপাশি বড় ক্ষতি হয়েছে পরিবেশ রক্ষা কর্তা বড় বড় গাছের, ঝড়ের তাণ্ডবে গোড়া থেকে উপড়ে পড়েছে বট সহ নানা ধরনের মোটা-সরু সুসজ্জিত গাছ । ক্ষতি হয়েছে পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য । পুনরায় পরিবেশের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অরণ্য সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষার সমিতির উদ্যোগে পালন করা বৃক্ষরোপণ কর্মসূচি ।


এই অরণ্য সপ্তাহ উপলক্ষে গোটা বর্ধমান শহর সংলগ্ন এলাকায় বসানো হবে পাঁচ হাজার চারাগাছ এমনটাই জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি কর্মকর্তারা।