Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলাশয় বাঁচাতে বিলের পার সংস্কারে হাত লাগালেন মন্ত্রী


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ 

জলাশয় বাঁচাতে  প্রতি বছর 25-26 শে ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বিদ্যানগরে খাল বিল, চুনো মাছ উৎসব করেন মন্ত্রীর স্বপন দেবনাথ। 

দিনে দিনে দুর্মূল্য হয়ে উঠছে মাটির তলার জল। অপরিকল্পিতভাবে জল তুলে নেওয়ার ফলে দিন দিন মাটির তলার জলস্তর নেমে যাচ্ছে। দেখা দিচ্ছে পানীয় জলের তীব্র হাহাকার। নেমে আসছে আর্সেনিকের প্রকোপ। 

এলাকার বাসিন্দাদের জল ও জলাশয় বাঁচানোর ব্যাপারে সচেতন করতেই পথে নামেন মন্ত্রী।মুখ্য মন্ত্রীর নির্দেশে মত বিলের পার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

পূর্বস্থলীর বিলের পার সংস্কারে পরিদর্শনে এসে অন্য কর্মীদের সাথে মাথায় মাটি বইলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code