এডিটর ডেস্ক, সংবাদ একলব্যঃ


করোনা আবহে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় l ৩১ শে জুলাই পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার নির্দেশ থাকলেও পরিস্থিতির উপর নির্ভর করে এর মেয়াদ বাড়তে পারে l




এইরূপ পরিস্থিতিতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা যাতে মিড ডে মিলের আওতায় তাঁদের বরাদ্দ খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত না হয় সেই দিকে বিবেচনা করে কয়েক দফায় খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে l

চতুর্থ দফায় চাল, ডাল, আলু ও স্যানিটাইজার ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় l

অগাস্ট মাসের খাদ্য সামগ্রীতে চাল ২কেজি, আলু ২ কেজি, ডাল ২৫০ গ্রাম, সয়াবিন ১০০ গ্রাম ও একটি ১০ টাকা মূল্যের সাবান ছাত্র ছাত্রীদের সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে l

চতুর্থ দফায় কিছু ব্লকে খাদ্য সামগ্রী বণ্টনে ব্লক প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবে কিছু স্কুলে সময় মত খাদ্য সামগ্রী বণ্টন হয়নি, এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা যায় l পঞ্চম দফায় এরকম যাতে না হয় সে দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে l শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে খাদ্য সামগ্রী হাতে পায় সেদিকে বিশেষ নজর দিতে সময়ের আগেই মিড ডে মিল নিয়ে জেলা প্রশাসনগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে শিক্ষা দপ্তর l