Latest News

Ad Code

মাধ্যমিকে রাজ্যে সপ্তম রিতমকে সংবর্ধনা জানালো CPI(M) কোচবিহার জেলা কমিটি



নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ

করোনা আবহের মাঝেই প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। করোনা পরিস্থিতির আগেই শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। করোনা আবহের জেরে মাধ্যমিকের ফলাফল নিয়ে টানা পোড়ন চলছিল। অবশেষে  ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হয় ফলাফল। 

এবছর রাজ্যে প্রথম দশে উত্তরবঙ্গে রয়েছে বেশ কয়েকজন। সপ্তম স্থানে জায়গা করে নেয় দিনহাটা গোপালনগর এম এস এস উচ্চবিদ্যালয়ের ছাত্র রিতম বর্মন। তার প্রাপ্ত নাম্বার-৬৮৬। 




আজ রিতমের  বাড়িতে গিয়ে  সংবর্ধনা দিলেন Cpi(m) এর জেলা সম্পাদক অনন্ত রায়, তারাপদ বর্মন,  শুভ্রালোক দাস,   গৌরাঙ্গ পাইন,  দেবাশিষ দেব,  অভিনব রায়,  পল্লব দের,  রাজীব রায় সহ অন্যান্য নেতৃত্ব।

গতকাল SFI, DYFI এবং ABTA এর পক্ষ থেকেও রিতমকে সংবর্ধনা জানানো হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনন্ত রায় জানান- "রিতম আমাদের আগামীর ভবিষ্যৎ, সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। ওর আগামীদিন মঙ্গলময় হোক এই প্রার্থনা করি।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code