ফের রাজ্য রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে। বৃহস্পতিবার, সাংবাদিক সম্মেলন করে শিক্ষা নিয়ে রাজ্যকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, ‘রাজ্যে শিক্ষায় উদ্বেগজনক পরিস্থিতি। যাঁরা কলেজে ভর্তি হয়েছেন, তাদের আর্থিক শোষণ করা হয়েছে। গত ২ বছর ধরে এই পরিস্থিতি চলছে।’
উপাচার্যদের সঙ্গে বৈঠকের কথা বললেও শোনেনি রাজ্য বলেও দাবি রাজ্যপালের। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রেখে ভার্চুয়াল বৈঠকের আবেদন করলেও রাজ্য শোনেনি বলেই জানান তিনি। তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতিতে ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব দিই। সরকার বলে, এমন পরিস্থিতিতে ভার্চুয়াল বৈঠকের নিয়ম নেই।’ এই রাজ্যে শিক্ষাব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত। রাজনীতির ফাঁস ক্রমেই শিক্ষাব্যবস্থার উপর চেপে বসছে বলেই মত রাজ্যপালের।
তিনি বলেন, ২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এ নিয়ে অবহিত। কোনও দেশ ঠিকঠাক শিক্ষা পেলে তবেই এগোতে পারে। রাজ্যের মানুষের কাছে সরকারের দায়বদ্ধতার কথা বলাই আমার কাজ।’
রাজ্য প্রশাসনকে কটাক্ষের সুরে রাজ্যপাল বলেন, ‘আমাদের মাথার উপর ছাদ ভেঙে পড়ছে। কেন আমার ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যাত? রাজ্য নিজেও তা জানে না।’
ধনকড় মনে করেন, ‘পড়ুয়াদের এক বছর নষ্ট হলে, ক্ষতিপূরণ হবে কীভাবে? এই সমস্ত ইস্যুকে অবহেলা করা হচ্ছে। গোটাতেই পরিকল্পনার অভাব রয়েছে।
রাজ্যকে প্রশ্ন রাজ্যপালের, আমার সঙ্গে আলোচনা করছেন না কেন?’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊