সাম্প্রতিক দুনিয়ায় বদলে গেছে যোগাযোগের ধরন। সেকথা মাথায় রেখে আঞ্চলিক সম্মেলনে ব্যক্তিগত যোগাযোগের থেকে বেশি গুরুত্ব দেওয়া হল ভার্চুয়াল দুনিয়ায় 

অত্রিদেব মিশ্র, কলকাতাঃ  ২০ ও ২১ জুন পি এম আই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার ভার্চুয়াল ফরম্যাটে সফলভাবে আয়োজন করেছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট রিজিওনাল কনফারেন্সের (পিএমআরসি)-র ষষ্ঠ সংস্করণ । এবছরের থিম ছিল ‘প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইন এন্ট্রেপ্রেনিউরিয়াল ইনোভেশন’। যোগ দিয়েছিলেন ১ হাজারের বেশি অংশগ্রহণকারী। পিএমআইএর ইতিহাসে এটা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য আঞ্চলিক সম্মেলন।

এই সম্মলেনে যে বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয় তা হল ডিজিটাল দুনিয়ার উত্থান। এর ফলে আঁত্রেপেনারশিপ ও উদ্ভাবন, দুটোরই বিকাশ ঘটেছে। আরেকটি বিষয় ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনোলজি কোশেন্ট (পিএমটিকিউ)-র প্রাসঙ্গিকতা। প্রযুক্তি ক্রমাগত এই দুনিয়াকে বদলে দিচ্ছে। সেই পরিবর্তিত দুনিয়ায়  যাঁরা বাস্তব উপযোগী স্ট্র্যাটেজি নির্ধারণের দায়িত্বে রয়েছেন, তাঁদের অবশ্যই থাকতে হবে পিএমকিউটি। কারণ সেটাই হবে এগিয়ে চলার অতি আবশ্যিক হাতিয়ার। সংক্ষেপে এর মানে হল, থাকতে হবে একটা অদম্য কৌতুহলে ভরা  মন, সবদিক সামলানোর মতো নেতৃত্বদায়ী ক্ষমতা, ভবিষ্যতের জন্য প্রতিভাসম্পন্নদের খুঁজে বের করে তাদের তৈরি রাখা এবং সর্বদা তৎপর ও চটপটে থাকা। 

পিএমআই-এর রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর ডক্টর শ্রীনি শ্রীনিবাসন বলেন, ‘২০২০ সালে সর্বপ্রথম ভার্চুয়াল রিজিওনাল সম্মেলন সফলভাবে আয়োজন করতে পেরে আমরা খুশি। এটা খুবই আনন্দের যে অনেক উদ্যোগপতি প্রযুক্তিকে ভয়ের কারণ হিসাবে না দেখে, সহযোগী হিসাবে,  সুযোগ হিসাবে দেখছেন।  ভবিষ্যতের উপযোগী  প্রযুক্তির জ্ঞান থাকা যেমন আবশ্যিক, তেমনি প্রজেক্ট পরিচালনার দক্ষতাও যে কোনও উদ্যোগের সাফল্যে একটা মৌলিক উপাদান। এমন কিছু দক্ষতা আছে যা মেশিন থেকে পাওয়া সম্ভব নয়। যেমন, স্টেকহোল্ডারদের সামলানো, সমস্যার সমাধান করা, ঠিক সময়ে কাজ শেষ করা, মৌলিক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং এধরনের আরও অনেক কিছু মেশিন দিতে পারে না। এর জন্য দরকার হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে ভালরকম দক্ষতা। এটাই ষষ্ঠ প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্মেলনের থিম বাছাই করতে সাহায্য করেছে। সেই থিম হল ‘প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইন এন্ট্রেপ্রেনিউরিয়াল ইনোভেশন’।’

পিএমআই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের প্রেসিডেন্ট সুমিত সিনহা বলেন, ‘পিএমআই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের তরফে পিএমআই রিজিওনাল সম্মেলনের ষষ্ঠ সংস্করণের আয়োজন করতে পারাটা একটা দারুন সম্মানের ব্যাপার। এটা এই চ্যাপ্টার আয়োজিত দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন। এক দশক ব্যাপী একটা যাত্রা আমরা সম্পন্ন করতে চলেছি। সেদিকে আমরা এগোচ্ছি ইতিবাচক ও দৃঢ় পদক্ষেপে। আমরা দেশের পূর্বাঞ্চলে একটা শক্তিশালী প্রোজেক্ট ম্যানেজমেন্ট গোষ্ঠী গড়ে তুলতে চাই। ’

জীবনের নানা ক্ষেত্র থেকে আসা বিশেষজ্ঞরা ছিলেন এই সম্মেলনের বক্তা। পরিবর্তনশীল এই সময়ে তাঁদের অন্তর্দৃষ্টি ও  অভিজ্ঞতা এবং কীভাবে তাঁরা এই নতুন বিপ্লবের সঙ্গে মানিয়ে নিলেন, তাঁদের বক্তব্যে উঠে এসেছে সেই সব বিষয়। সম্মেলনের গুরুত্বপূর্ণ বক্তাদের মধ্যে ছিলেন, ফিল্ম অভিনেতা আশিস বিদ্যার্থী, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বিদেদিতানন্দ, এরিকসন ইন্ডিয়া গ্লোবাল সার্ভিসেস-এর ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ রায়,  ভেঞ্চার প্রযুক্তিবিদ অ্যাডাম স্টোফেল, মেজর জেনারেল এ কে সাপ্রা (অবসরপ্রাপ্ত)     পিএমপিআর—ভেঞ্চার প্রযুক্তিবিদ আশুতোষ চ্যাটার্জি, (এফআরআইসিএস) —এমডি সাউথ এশিয়া —আরআইসিএস নিমিষ গুপ্তা,  অনিতা গণেশ -পার্টনার, আইবিএম সার্ভিস , এমডি, কলকাতা ভেঞ্চারস (কলকাতা) ডিরেক্টর, ইসিসি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড (কলকাতা), বোর্ড অফ অ্যাডভাইজরস, অ্যামিটি ইউনিভার্সিটি অনলাইন অ্যাভেলো রায়, লিড কনসালটান্ট ও সিইও, ফিউচার লিডারস, এলএলসি (ইউএসএ) ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট, বাংলাদেশ অর্গানাইজেসন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কাজি এম আহমেদ, প্রতিষ্ঠাতা লক্ষ্যশালা এডু টেক, ইয়ং অ্যাম্বাসাডর অফ এরিয়েল ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, জেনিভা তানিয়া এলিজেবাথ কেন, টেকনোলজি এগজিকিউটিভ (ব্লকচেন, আইওটি অ্যান্ড এআই)— আইবিএম ডক্টর সন্দীপন সরকার, চিফ সায়েন্টিস্ট (এমবিডেড সিস্টেম অ্যান্ড রোবোটিক রিসার্চ)—টিসিএস ডক্টর অর্পণ পাল, উৎপল গড়াই,অধ্যাপক—ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, কলকাতা এবং  প্রোগ্রাম ম্যানেজার ক্যাপজেমিনি প্রিয়া পাত্র। 

 পিএমআরসি ২০র গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

এই সম্মেলনে হাজির ছিলেন  সারা দেশ এবং দেশের বাইরে থেকে আসা  ১০০০ জনের বেশি অংশগ্রহণকারী। প্রোজেক্ট ম্যানেজমেন্ট পেশায় চলতি বছরে দেশের সবচেয়ে বড় ভার্চুয়াল ইভেন্ট হল প্রোজেক্ট ম্যানেজমেন্ট রিজিওনাল কনফারেন্স ২০২০ 

বক্তা ছিলেন ১৪ জন। জ্ঞানে পরিপূর্ণ অধিবেশনের সময় ছিল ৮ ঘণ্টা। সম্মেলন ছিল ২ দিনের।  অ্যাকশনে ঠাসা ও একইসঙ্গে নানা রকম মজার সঙ্গে এই সম্মেলন উপভোগ করেছেন অংশগ্রহণকারীরা। সঞ্চয় করে নিয়ে গেছেন অনেক গভীর অন্তর্দৃষ্টি। 

প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)  সম্পর্কে 
 
যাঁরা মনে করে প্রোজেক্ট, প্রোগ্রাম কিংবা পেশাদারি ম্যানেজমেন্ট  তাঁদের পেশা, সেই সব পেশাজীবীদের জন্য প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হল বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা। বিশ্ব পরিসরে কাজকর্ম, সহযোগিতা, শিক্ষা ও গবেষণার মাধ্যমে প্রোজেক্ট ইকনমির জন্য আমরা সারা বিশ্বের ৩০ লক্ষের বেশি পেশাদারকে তৈরি করি। প্রোজেক্ট ইকনমি হল ভবিষ্যতের অর্থনীতি। এখানে প্রোজেক্ট, পণ্য, প্রোগ্রাম ও ভ্যালু স্ট্রিমের ভিত্তিতে কাজ ও ব্যক্তিকে সংগঠিত করা হয়। টানা প্রায় ৫০ বছর আমরা বিশ্বের প্রায় সবদেশেই কাজ করে চলেছি। মানুষের কেরিয়ারের অগ্রগতি ঘটানো, সাংগঠনিক সাফল্যকে আরও উন্নত করা এবং বিশ্বজুড়ে স্বীকৃত মানদণ্ড, শংসাপত্র, গোষ্ঠী, সম্পদ, হাতিয়ার, অ্যাকাডেমিক গবেষণা, বই ও পেপার প্রকাশ, পেশাগতভাবে উন্নতির জন্য পাঠক্রম এবং নেটওয়ার্কিং সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা প্রোজেক্ট ম্যানেজমেন্ট পেশাকে আরও উন্নত পর্যায়ে তুলে ধরছি। পিএমআই পরিবারের অংশ হিসাবে ProjectManagement.com দেয় কাজে লাগানোর মতো আরও সম্পদ, উন্নত হাতিয়ার, বৃহত্তর নেটওয়ার্ক ও আরও বিস্তৃত পশ্চাদপট।

আরও জানতে দেখুন 
www.PMI.org.in, https://www.linkedin.com/school/project-management-institute-india, and on Twitter @PMInstitute