সঞ্জিত কুড়ি, পূর্ববর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার বর্ধমান পুলিশ লাইনে । তার পাশাপাশি একটি সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সুসজ্জিত ট‍্যাবলো বের হয়। 

এদিন বর্ধমান শহরে বেলুন উড়িয়ে ট‍্যাবলো শুভ সূচনা পর্ব সারলেন এডিজি সঞ্জয় সিং আইজি ওয়েষ্ট এন্ড জোন এবং তার একই সাথে ছিলেন জেলাশাসক বিজয় ভারতী,জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী ,আই সি পিন্টু সাহা ,ডি এস পি হেড কোয়ার্টার সৌভিক পাত্র, বেলুন উড়িয়ে ট‍্যাবলো সহ বাইক র‍্যালি বের হয় পুলিশ লাইন থেকে ।


এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী মানুষকে জেলাপুলিশের পক্ষ থেকে হেলমেট পরে বাইক চালানোর আহবান জানান সকলকে এবং তার সাথে মাস্ক পরতেও অনুরোধ করেন সকলকে ।

এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একটি চিত্র নাট‍্যর পদর্শনী করা হয় যে কিভাবে হেলমেট ছারা বাইক চালালে এক্সিডেন্ট হয় । এছারাও ট্রাফিকের ভূমিকায় কিভাবে মাস্ক ছারা বাইরে বেরলে সর্তক করছে ট্রাফিক পুলিশ সেটিও এই অভিনয়ের মাধ‍্যমে তুলে ধরা হয় ।