আজ সমগ্র দেশ জুড়ে বি এস এফ ক্যাম্পগুলিতে চলছে "মহা বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০" । দেশের প্রতিটি বি এস এফ ক্যাম্পে একই সাথে আজ এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

সীমান্ত সুরক্ষা বাহিনীর মহাপরিচালক, এস এস দেসওয়াল আজ সমগ্র ভারতে বৃক্ষরোপণ কর্মসূচীর নেতৃত্ব দিয়েছেন।