উচ্চ মাধ্যমিকের দুই কৃতির এগিয়ে চলার প্রধান অন্তরায় অর্থসংকট
SER-23,বাঁকুড়া, ২০জুলাই:
করোনা আবহের মধ্যেই গত ১৭ জুলাই ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যদিও রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এখনো মেধাতালিকা প্রকাশ করা হয়নি । আর এই ২০১৯ -২০ শিক্ষা বর্ষে বাঁকুড়া জেলাকে গৌরবান্বিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কয়েক ঝাঁক কৃতি ছাত্রছাত্রী। তাদের মধ্যেই দুই কৃতি ছাত্রী ,রিয়া দত্ত এবং শিল্পা দত্ত চরম দারিদ্রতা ও প্রতিকূলতাকে হার মানিয়ে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ওন্দা উচ্চ বিদ্যালয় থেকে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে বাঁকুড়া জেলাকে সাফল্যমন্ডিত করেছে । তাদের মধ্যে রিয়া দত্তের প্রাপ্ত নম্বর ৪৯৮ এবং শিল্পা দত্তের প্রাপ্ত নম্বর ৪৯৭ ।
প্রথম জনের স্বপ্ন ইংরেজী বিষয় নিয়ে স্নাতকোত্তর পড়ে শিক্ষিকা হওয়ার, অপর জনের স্বপ্ন সেবিকা হওয়ার । কিন্তু তাদের স্বপ্ন কতটা বাস্তবে রূপ পাবে? এখানেই রয়েছে বড়ো প্রশ্ন চিহ্ন, কারণ প্রতিটি মুহূর্তই আর্থিক সংকটের ক্ষত ব্যথা দেয় , এগিয়ে চলার রাস্তা অবরুদ্ধ করে দেয় রিয়া-শিল্পার।
যাদের প্রদীপোজ্বল শিখা খানি দিয়ে আলোর রশনাই ছড়িয়ে দিল জেলা জুড়ে,তাদেরই এখন প্রদীপের তলায় থাকা অন্ধকারের মতো চরম দারিদ্রতা উচ্চশিক্ষায় হয়ে উঠেছে প্রধান অন্তরায় ।
শ্রাবণে জীবন্ত নদীর মতো বাবা-মা পরিবার সকলে বহন করেছে তাদের লেখাপড়ার ব্যয়ভার, ভরা গ্রীষ্মের শুষ্ক গতিহীন নদীর মতো বৃদ্ধ বাবা-মা পরিবার রিয়া শিল্পার উচ্চ শিক্ষার খরচ বহনে অপারগ । তাছাড়া গোদের উপর বিষ ফোড়ের মতো করোনা ভাইরাসের কারণে কর্মহীন পরিবার । এমতাবস্থায় তাদের স্বপ্ন পূরণে যদি কোনো সহৃদয় পাশে দাঁড়ায় , এখন সেদিকেই তাকিয়ে রিয়া দত্ত ও শিল্পা দত্তের পরিবার ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊