সুজাতা ঘোষ , বাগডোগরা:


দিন যত গড়াচ্ছে করানো সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। একদিকে কিছু মানুষ এখনো যেমন অসচেতন আবার অন্যদিকে কিছু মানুষ আতঙ্কে জর্জরিত। এই আতঙ্ককে সঙ্গে নিয়েই করতে হচ্ছে কাজ।

ইন্ডিয়ান আর্মিতে এসএসসি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি


আজ মাটিগাড়া বি.ডি.ও অফিসের এক কর্মী করোনায় সংক্রমিত হওয়ায় আজ থেকে ৭দিনের জন্য বন্ধ হয়ে গেল বি.ডি.ও অফিস। চলছে আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্যানিটাইজের কাজ।