মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য STFC Meritorious স্কলারশিপ




ভারতের অন্যতম বৃহত্তম নন-ব্যাংকিং আর্থিক সংস্থার শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স কোম্পানী (STFC) লিমিটেড আর্থিকভাবে পিছিয়ে পড়া বাণিজ্যিক পরিবহন সংস্থার ড্রাইভার অথবা মালিকের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে "STFC India Meritorious Scholarship Programme" নামের বৃত্তি প্রদান করে থাকে। 


মাধ্যমিক পাশদের আবেদনের যোগ্যতাঃ 

১) দশম শ্রেণীতে ৬০ শতাংশ নিয়ে পাশ করতে হবে। 
২) মাধ্যমিক পাশের পর ভারতের কোনো স্বীকৃত ITI/Polytechnic/Diploma কোর্সে ভর্তি হতে হবে। 
৩) বার্ষিক পারিবারিক আয়ের সর্বোচ্চ সীমা চার লক্ষ টাকা।
৪) আবেদনকারীকে অবশ্যই বাণিজ্যিক পরিবহন সংস্থার ড্রাইভার অথবা মালিকের সন্তান হতে হবে। 

উচ্চমাধ্যমিক পাশদের আবেদনের যোগ্যতাঃ 

১) আবেদনকারীকে অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান তিন/চার বছরের স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিং কোর্সের পড়ুয়া হতে হবে। 
২) দশম ও দ্বাদশ শ্রেণীতে ৬০ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে। 
৩) বার্ষিক পারিবারিক আয়ের সর্বোচ্চ সীমা চার লক্ষ টাকা।
৪) আবেদনকারীকে অবশ্যই বাণিজ্যিক পরিবহন সংস্থার ড্রাইভার অথবা মালিকের সন্তান হতে হবে।

বৃত্তির পরিমাণঃ 

১) মাধ্যমিক পাশদের জন্য বাৎসরিক ১৫,০০০ টাকা (পনেরো হাজার টাকা) সর্বোচ্চ তিন বছরের জন্য।
২) উচ্চমাধ্যমিক পাশদের জন্য বাৎসরিক ৩০,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা সর্বোচ্চ চার বছরের জন্য।

প্রয়োজনীয় নথি: 
১) পাসপোর্ট সাইজ ফটো,
২) ফটোসহ পরিচয়পত্র,
৩) আধার কার্ড,
৪) বয়সের প্রমাণপত্র,
৫) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর মার্কশীট (স্ব-প্রত্যয়িত)
৬) অভিভাবকের বাণিজ্যিক পরিবহনের ড্রাইভিং লাইসেন্স,
৭) পারিবারিক আয়ের প্রমাণপত্র (ITR Form-16 / কোনো সরকারি স্বীকৃত আধিকারিক প্রদত্ত প্রমান)
৮) পাঠরত প্রতিষ্ঠানে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র।

আবেদন পদ্ধতিঃ 
১) STFC এর সাইটে ক্লিক করতে হবে। 
২) buddy4study তে ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) কোন স্কলারশিপের জন্য আবেদন করবে সেটা সিলেক্ট করতে হবে।
৪) অনলাইন ফরম ফিলাপ করে 'Submit' করতে হবে।