তনুময় দেবনাথঃ

শনিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার পর্যন্ত দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামীকাল শনিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছেই সিকিম, দুই দিনাজপুর ও মালদা জেলায়।


দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামীকাল ১৮ জুলাই হলুদ সতর্কতা এবং ১৯ জুলাই থেকে ২১জুলাই পর্যন্ত কমলা সতর্কতা জারী করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

সপ্তাহ শেষে কোচবিহার ,জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অতিভারী বৃষ্টির কারনে বন্যা পরিস্থিতি তৈরী হতে পারে। সকলকে সতর্ক থাকতে।