Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত ঐশ্বর্যা রাই বচ্চন, কন্যা আরাধ্যা ভর্তি হাসপাতালে!


[Webdesk News]

করোনা আক্রান্ত হওয়ার পরে নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক। প্রথমে জানা গিয়েছিল, বচ্চন পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা হতেই ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্টও পজিটিভ আসে। 



মৃদু উপসর্গ হওয়ায়, গুরুতর নয়, তাই বাড়িতেই আইসোলেশনে ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যা। এবার হাসপাতালে ভর্তি হল করোনা আক্রান্ত ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যাও। এদিন সন্ধ্যায় দুজনকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code