কনটেইনমেন্ট জোনে ক্যাকটাস 
অভিনব কায়দায় কনটেইনমেন্ট জোন ঘিরলো পূর্বস্থলী বিদ্যানগর আর্ট কলেজের অধ্যাপক রঙ্গজীব রায়। 



সম্প্রতি দিন কয়েক আগে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গৈতানপুর চর মানা এলাকায় করোনায় আক্রান্ত হন ক্যান্সারাক্রান্ত 52 বছরের এক বৃদ্ধা। চিকিৎসার জন্য বৃদ্ধা কে নিয়ে যা হয় দুর্গাপুর সনোকা কোভিড ১৯ হাসপাতলে। বাঁশ দিয়ে ঘিরে রাখা হয় আক্রান্তের বাড়ি। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় অশেপাশে বাড়ীগুলিও। এতেও হুঁশ ফিরছেনা স্থানীয় বাসিন্দা দের। তাই আশেপাশের বাড়িসহ চলাচলের রাস্তা কে ঘিরে রাখার অভিনব উদ্যোগ গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী বিদ্যানগর আর্ট কলেজের অধ্যাপক রঙ্গজীব রায়।


সাদা নাইলনের সুতা, ভাঙ্গা চুড়ি এবং ক্যাকটাস গাছ দিয়ে তৈরি করা হয় মাকড়সার জাল। চলাচলের রাস্তাতেও তৈরি করা হয় মাকড়সা। অধ্যাপকের এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অধ্যাপক বলেন কনটেইনমেন্ট জোন থাকা সত্ত্বেও তা মানছেন না অনেকেই।অনবরত যাতায়াত চলেছে এই রাস্তা দিয়ে। করোনা সংক্রমণ রুখতে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়ে তৈরি করলো মাকড়সার জাল।


মাকড়সার জাল তৈরীর কারন হিসেবে অধ্যাপক বলেন করোনার গায়ে যেমন কাঁটা আছে তেমন ক্যাকটাসের গায়েও কাঁটা আছে। করোনা যেমন মানবজীবনের ক্ষতি করে, তেমন ক্যাকটাসের কাঁটাও মানবজীবনের ক্ষতি করে। তাই এই মাকড়সার জাল দেখে সাধারণ মানুষ সচেতন হবেন। পাশাপাশি সকলকে ঘড়ে থাকার আহ্বান জানান অধ্যাপক।