Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশের মানবিক মুখের উজ্বল প্রতিচ্ছবি প্রতিভাত হল কোচবিহারে


পুলিশের মানবিক মুখের উজ্বল প্রতিচ্ছবি প্রতিভাত হল কোচবিহারে

রবীন্দ্রনাথ বর্মন, কোচবিহার, ১৮ জুলাই : 

সাগড়দীঘির পাড়ে বিকেল ৪.৩০ নাগাদ যখন কিছু মানুষ কিছু মানুষ সন্ধ্যাভ্রমণে ব‍্যস্ত হঠাৎ এসডিও অফিসের সামনে এক যাচিত ঘটনা ঘটলো রবিবার। এক বৃদ্ধা মহিলা একাকি মুখ থুবড়ে পড়লেন রাস্তায় । 

প্রথমে সকলে দৌড়ে এলেও মুখে রক্ত দেখে সাহায্যর হাত বাড়াননি। ডিএসপি (ক্রাইম) তাপস মৌলিক উপস্থিত হলেন। কোর্ড মোড়ে থাকা ট্রাফিককে ডেকে পাঠান তিনি। এরপর তিনি এম্বুলেন্স ডেকে কোচবিহার এমজেএন হাসপাতালে পাঠান। তারপর সেই মহিলার বাড়িতে খবর দেন বলে জানান তিনি এদিন।


এদিনের এই কর্মে সাহায্যের হাত দিয়ে ছিলেন হিন্দুস্থান স্কাউটস এন্ড গাইডস জয়ন্ত অধিকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code