কোচবিহার প্রশাসনের করোনা আক্রান্ত প্রতিনিধিদের কুর্নিশ জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর 

করোনায় জেরবার রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এখন করোনা ভয়ে কাবু। এদিকে একে একে করোনা যুদ্ধে সামিল প্রথম শ্রেণীর যোদ্ধাদের অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে বলে খবর। কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক, ডেপুটি মেজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সহ প্রশাসনের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম থেকেই কোচবিহার জেলায় করোনার প্রকোপ কম ছিল। কিন্তু ধীরে ধীরে তা বাড়তে শুরু করে। 

কোচবিহারে করোনা আক্রান্ত প্রথম শ্রেণীর যোদ্ধাদের কুর্ণিশ জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু একজন বা দুজনকে নয় করোনা আক্রান্ত সকল অফিসারকে চিঠি লিখেছেন তিনি। 

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন- 

প্রশাসনের প্রতিনিধি হিসেবে তোমারই হলে রাজ্যের প্রথম সারির করোনা যোদ্ধা। তোমাদের এই নিরলস লড়াইকে আমি কুর্নিশ জানাচ্ছি। 

চিন্তা করো না, তুমি নিশ্চয় দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমরা সবসময় তোমাদের পাশে আছি। 

তোমার দ্রুত আরোগ্য কামনা করি ভালো থেকো। 

শুভেচ্ছান্তে 
মমতা বন্দ্যোপাধ্যায়