ভারতের প্রথম কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু-তে চলতি সপ্তাহে নিয়ে আসছে এক নয়া ফিচার। ডেভেলপাররা অ্যাপে যে আপডেট করেছেন, তাতে ব্যবহারকারীরা সরকারি ডেটাবেস থেকে তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এই নতুন পরিবর্তনগুলি বর্তমানে কেবল অ্যান্ড্রয়েড অ্যাপে উপলব্ধ এবং আইওএস ব্যবহারকারীরা শীঘ্রই সেগুলি পাবেন। আরোগ্য সেতু সম্প্রতি একটি বৈশিষ্ট্য যুক্ত করেছে যা আপনাকে আপনার ব্লুটুথের উপর নির্ভর করে ঝুঁকি স্তর নির্ধারণ করতে দেয়।

অ্যাপের সেটিংস-এ গিয়ে তা করা সম্ভব হবে। অ্যাপের সাইড মেনু-র সেটিংসে গিয়ে "ডিলিট মাই অ্যাকাউন্টে" ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নম্বর দিতে হবে এবং ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।অ্যাকাউন্ট ডিলিট করার সময় সমস্ত তথ্য সরানো যাবে সেক্ষেত্রে অ্যাপ এবিষয়ে জানাবে। 

কেমন করে ডিলিট করবেন আপনার অ্যাাকাউন্ট জেনে নিন- 

  • ব্যবহারকারীর বামদিকে আইকনে ক্লিক করুন এবং আপনি উইন্ডোটি খুলতে দেখবেন যার মধ্যে জেনারেট / স্ক্যান কিউআর কোড রয়েছে, সরকারের সাথে ডেটা ভাগ করুন, কল হেল্পলাইন (1075) এবং সেটিংস।
  • সেটিংস- এ যান 
  • ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন 
  • ক্লিক করলে আপনি নিজের অ্যাকাউন্টটি মুছতে  বিশদ কিছু তথ্য দেখতে পাবেন
  • ইউজার স্থায়ীভাবে তাঁর অরোগ্য সেতু অ্যাপ রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে বলেও জানাবে ওই অ্যাপ। তারা ফোনে অ্যাপ ডেটা ডিলিট করে দেবে ও সরকারি সার্ভার থেকে ৩০ দিনের পর ডেটা মুছে ফেলা হবে বলেই জানাবে।
  • আপনি যদি চালিয়ে যেতে চান তবে আপনার নিজের ফোন নম্বরটি নিশ্চিত করে এগিয়ে যেতে হবে।