হাজরায় কলকাতা পুলিশের একটি 'সেফ ড্রাইভ, সেভ লাইফ'-এর একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির ইস্যুর পাশাপাশি করোনাভাইরাস নিয়ে সতর্ক থাকার কথাও বলেছেন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগের জেরে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল সরকার।


আমফানের ত্রাণ নিয়ে শাসক দলের বিরুদ্ধে স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। সাধারণ মানুষও ত্রাণ না পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন রাজ্য়ের বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে ফের এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এই প্রসঙ্গেই এদিন হাজরার মুখ্যমন্ত্রী বলেন, ''বাম জমানায় তো প্রায় একশো শতাংশ দুর্নীতি হত। আবার অন্য়ান্য রাজ্যে প্রায় ৯০ শতাংশ দুর্নীতি হয়। আমরা সেটা ১০ শতাংশে নামিয়ে এনেছি। অল্প দু'-একটি ঘটনা হয়নি এমন নয়। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীরা সেটাকেই ইস্যু করে শোরগোল করছে।''

তিনি আরও জানান, বাম জমানায় কী হারে দুর্নীতি হয়েছে, সবাই জানে। অন্য় রাজ্যের চেয়ে এ রাজ্যে দুর্নীতি অনেক কম বলেই মন্তব্য করেন তিনি।