অরিন্দম ব্যানার্জী, হাওড়াঃ 

একদিকে রাজ্যে যখন ক্রমশ করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লকডাউন, মাস্ক, স্যানিটাইজার আর সামাজিক দূরত্বকে হাতিয়ার করে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তখন করোনা আবহেও এটাই নিত্যদিনের ছবি। ব্যাঙ্ক অফ্ ইন্ডিয়ার কালীনগর শাখা ও ধূলসিমলা শাখায় রোজ এমন ছবিই দেখা যায়। সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখালেও নির্বাক প্রশাসন।  

পুরুষ মহিলা নির্বিশেষে ব্যাঙ্কে আসা সাধারণ মানুষেরা কোনোরকম সামাজিক দূরত্ব, মাস্ক পড়া কোনো কিছু বিধির পালন করেননা। আর এই ভিড়টাই আরো ভয়াবহ হয়ে ওঠে মাসের প্রথম সপ্তাহের দিনগুলোতে কারণ ঐ সময় বেতন, পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানা সরকারি ভাতা তোলার হিড়িক থাকে। 


আবার পরিযায়ী শ্রমিকরাও ব্যাঙ্কে আসছেন তাদের সরকারি ভাতা অ্যাকাউন্টে এসেছে কিনা জানার জন্য। এই করোনা আবহে এমন ভিড়  সমূহ বিপদের অশনি সংকেত বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।