Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রিয় শহরের কথা গানে গানে


প্রিয় শহরের কথা গানে গানে

মন খারাপের সময়ে আশার কথা বলছেন শিল্পী স্নিগ্ধজিত ভৌমিক। মুক্তি পেল তার নতুন গান "আমার শহরের মন খারাপ"। 

মুক্তিতে এক চুড়ান্ত সাফল্য পেয়েছে গানটি। প্রানের শহর কলকাতাকে নিয়ে এই গান। যেই মুহূর্তে শহরের মন খারাপ, সেটা নানা কারনে, সেই মুহুর্তে শিল্পী স্নিগ্ধজিত ভৌমিকের গানে গানে উঠে এসেছে যে সব খারাপ কিছুর শেষ হবে একদিন ও নতুন স্বপ্নের জন্ম হবেই। 



গানটির কথা লিখেছেন ও সুর দিয়েছেন সৈনিক দে। বর্তমানে গানটি শিল্পী স্নিগ্ধজিত ভৌমিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code