Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভ‍্যাকসিনের বিপুল উৎপাদনে ভারতের ওপর নির্ভর করতে হবে বিশ্বকে মনে করেন আইসিএমআর প্রধান



ভ‍্যাকসিনের বিপুল উৎপাদনে ভারতের ওপর নির্ভর করতে হবে বিশ্বকে মনে করেন আইসিএমআর প্রধান



করোনার থাবায় বিপর্যস্ত দুনিয়া প্রহর গুনছে ভ‍্যাকসিন আবিস্কারের। দিনের পর দিন নতুন রেকর্ড গড়ছে সংক্রমন অন‍্যদিকে ভ‍্যাকসিন তৈরির চেষ্টায় সারা বিশ্বের বিশেষজ্ঞরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে যে দেশেই ভ‍্যাকসিন আবিস্কার করুক না কেন বিপুল উৎপাদনের জন‍্য ভারতের ওপরেই নির্ভর করতে হবে বলে মনে করেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর কর্ণধার ডঃ বলরাম ভার্গব।



তিনি জানান, ভারতকে ‘ফার্মেলি অফ দ্য ওয়ার্ল্ড’ বলা হয়। আমেরিকায় ব্যবহৃত ৬০ শতাংশ ওষুধের উত্স ভারত। তাই জেনেরিক ড্রাগ তৈরির দিক দিয়ে ভারত বহু বছর ধরেই নিজের জায়গাটা তৈরি করে ফেলেছে। বিশ্বে রুবেলা, হাম, পোলিও-সহ বিভিন্ন রোগের প্রতিষেধকের ৬০ শতাংশই ভারত থেকে যায়। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া সর্বত্রই জেনেরিক ড্রাগ যোগান দেয় ভারত। তাই বিশ্বে প্রতিষেধক সরবরাহ করতে চাইলে ভারত নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। করোনা প্রতিষেধক তৈরির পর তা সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে হলে ভারতের উপর নির্ভর করতে হবে বলেই মনে করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code