টিকা (Vaccine) তৈরির লাইসেন্স পেয়ে গেলে আগামী ৩ মাসে লাখ লাখ করোনা (Corona) টিকা তৈরি করবে সেরাম। 

বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড করোনাভাইরাসের টিকা তৈরির জন্য অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে পার্টনারশিপের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম নিজস্ব করোনা টিকা বানানোর জন্য ডিজিসিআইয়ের (DGCI) অনুমতি পেয়েছে।

সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা বলেছেন, সারা বিশ্বে পৌঁছাতে হবে টিকা, তবে প্রত্যেকের জন্য টিকা তৈরি করা অনেক দেরই আছে। আর টিকা আবিষ্কার হলেও কোনটি সেরা টিকা তা জানতে আমাদের অনেকটা অপেক্ষা করতে হবে। 

অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়েছে সেরাম ইনস্টিটিউট। এ জন্য শত শত মিলিয়ন ডলার খরচ করবে তারা। টিকা তৈরির লাইসেন্স পেয়ে গেলে আগামী ৩ মাসে লাখ লাখ করোনা টিকা তৈরি করবে সেরাম। পাশাপাশি সেরাম ইনস্টিটিউটের নিজেদের রয়েছে ভিপিএম১০০২ টিকা। তাদের ধারণা, টিবি নির্মূলে কার্যকর এই টিকা করোনা যুদ্ধেও গেমচেঞ্জার হিসেবে ভূমিকা নিতে পারে। ১,০০০-এর বেশি রোগীর ওপর এই টিকা পরীক্ষা হয়েছে, আগামী ২ মাসে জানা যাবে, তাঁদের করোনা সংক্রমণ কমাতে এই টিকা ফলপ্রসূ হয়েছে কিনা।