মাধ্যমিকের কৃতী কে সম্বর্ধনা দিল এস এফ আই
করোনা আবহ আমাদের নিয়মিত জীবন-যাপন কে ছন্নছাড়া করে দিয়েছে। দীর্ঘদিন ধরে করোনা সংক্রমণ রুখতে সমস্ত স্কুল কলেজের পঠন পাঠনও বন্ধ। করোনা আবহের আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও লক ডাউনের জেরে ফলাফল প্রকাশে অনেকটা দেরি হয়েছে।
এবারের মাধ্যমিক পরীক্ষায় এন জি পি ভক্তিনগর এলাকার একজন কৃতি ছাত্র শিলিগুড়ির তরাই তারাপদ আদৰ্শ বিদ্যালয়ের ৬৬০ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়।। কৃতি সেই ছাত্রের নাম নিলর্ঘ ঘোষ। এদিন, নিলর্ঘ-কে এসএফআই -এর তরফে সংবর্ধনা দেওয়া হয়।
এস এফ আই নেতৃত্ব জানান -নিলর্ঘের এই ফলাফল সমগ্র ভক্তিনগর বাসির কাছে অত্যন্ত গর্বের বিষয় তাই তাকে ভারতের ছাত্র ফেডারেশন এন জে পি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হলো।এরই পাশাপাশি ভবিষ্যৎ এ আরও ভালোভাবে সফল হয় একথা বলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন NJP আঞ্চলিক কমিটির সম্পাদক স্নেহাশ্রী দাস সভাপতি দীপঙ্কর সিং ,পঙ্কজ দাস সহ নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊