সচেতনতার বার্তা প্রদানের পাশাপাশি মাস্ক বিতরণ প্রয়াস সাথীর
SER-10,ময়নাগুড়ি:
একদিকে করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা দেশ । অপরদিকে কিছু সংখ্যক মানুষ এখনও করোনাকে তোয়াক্কা না করেই মাস্কহীন দেদার ঘুরে বেড়াচ্ছে হাট-বাজারে । তবে কি এখনও গ্রামেগঞ্জে সচেতনতার অভাব! নাকি তারা ইচ্ছাকৃত ভাবে ঘুরে বেড়াচ্ছে?
লক ডাউনের পর থেকে আমরা বিভিন্ন হাট-বাজারে দেখছি মাস্ক ছাড়া অনেকেই বাজার করছে। সেই অসচেতন চিত্র থেকে বাদ পড়েনি ময়নাগুড়ি ব্লকও। অপরদিকে দেখেছি সরকারের তরফে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন করোনা নিয়ে সচেতনতার বার্তা প্রদান করছে প্রত্যেক দিন। কিন্তু তারপরও কি মানুষ সচেতন হয়েছে? আজ ফের সচেতনতা বার্তা প্রদানে এগিয়ে এলো ময়নাগুড়ি ব্লকের প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন । তবে এবার সচেতনতা বার্তা প্রদানের পাশাপাশি পথ চলতি মানুষদের ৪০০ মাস্ক বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের সভাপতি তমাল প্রধান বলেন, যেভাবে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে সেই পরিস্থিতিতে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য ও কর্তব্য । লক ডাউন শুরু হওয়ার পর থেকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন হাট-বাজারে গিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছি বরাবরই এবং আজ ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের সুস্তিরহাট বাজারে সচেতনতার বার্তা প্রদান করার পাশাপাশি পথ চলতি মাস্কহীন মানুষদের ৪০০ মাস্ক বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊