Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুর্শিদাবাদের আলুগ্রামে পানীয় জল দিতে ‘জল স্বপ্ন’ প্রকল্পের উদ্বোধন

মুর্শিদাবাদের আলুগ্রামে পানীয় জল দিতে ‘জল স্বপ্ন’ প্রকল্পে উদ্বোধন

রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ১১ই জুলাই ২০২০ঃ মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার ভরতপুর ১ নং ব্লকের আলুগ্রাম অঞ্চলের কমলাকান্তপুর মৌজায় গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে ‘জল স্বপ্ন’ প্রকল্পের উদ্বোধন।

চার বছরের মধ্যে ১১০০ বাড়িতে এই জল পৌঁছে দেওয়ার কাজ হবে।  ৩ কোটি ৫১ লক্ষ টাকা খরচ হবে জানান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধু। গ্রামাঞ্চলে বহু দূরে গিয়ে জল আনতে হয় মানুষকে। এই প্রকল্প তাঁদের সুবিধা দেবে। পাশাপাশি, এই বিপুল কর্মকাণ্ডে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগও থাকবে।

জল স্বপ্ন প্রকল্প যদিও গ্রামে জল সরবরাহের মূল দায়িত্ব সেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের। এই প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রতিদিন মাথাপিছু ৫৫ লিটার করে নলবাহিত পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা।

ভরতপুর ১ নং কমলাকান্তপুর মৌজায় শিমুলগাছী গ্রামে পানীয় জল সরবাহ প্রকল্পে শ্রীপতিপুর, রাজারামপুর, গাঙ্গেড্ডা, কমলাকান্তপুর, মণ্ডল পুর, শিমুলগাছী, চুয়াতর গ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রামবাসি উপকৃত হবেন । এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধু। এছাড়া ও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মন্ডল, ভরতপুর বিধানসভার পর্যবেক্ষক ও ভরতপুর- ২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহম্মদ আজাহারউদ্দিন সিজার, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা সুচিত্রা দাস, ভরতপুর- ১ নং ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ভরতপুর- ১ ও ভরতপুর- ২ ব্লকের ব্লক সভাপতি, ভরতপুর- ১ ব্লকের সমস্ত অঞ্চলের প্রধান ও উপপ্রধান ও অন্যান্য নেতৃত্ব ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code