SER-23,বাঁকুড়া, ১১জুলাই
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নেমেছে রাস্তায়, লগাতার ভাবে চলছে বিক্ষোভ মিছিল। 

তৃণমূল সুপ্রীমো তথা মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় তৃণমূলের তরফেও রাজ্য জুড়ে ধারাবহিকভাবে চলছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল । বাঁকুড়ার প্রায় প্রতিটি ব্লকের মতোই মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসেও এবার পথে নামল । 

আজ মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ।এই মিছিলে নেতৃত্ব দেন মেজিয়া ব্লক সভাপতি ও অর্ধগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধান মলয় মুখার্জী । এছাড়াও এই মিছিলে সামিল ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ববৃন্দরা । ফেস্টুন ফ্লেকার হাতে এই মিছিলটি মেজিয়া স্কুল মোড় থেকে শুরু করে তারাপুর মোড়ে গিয়ে শেষ হয় ।