[WEBDESK NEWS]
বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে এখনই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছে ২০২০ সাল। একদিকে ভয়াবহ করোনার জেরে গোটা দেশ আতঙ্কিত, ঘরবন্দি। মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। অপরদিকে বিভিন্ন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকছে মানবজাতি।
সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের পর সম্প্রতি এক উজ্জ্বল ধুমকেতু দেখা যাচ্ছে রাতের আকাশে। তবে এবার পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক বিশাল গ্রহাণু। আকারে সুপরিচিত 'লন্ডন আই' এর চেয়ে বেশি। নাসা এই 'ঝুঁকিপূর্ণ গ্রহাণু' সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
বার্মিংহাম লাইভে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লন্ডন আইয়ের তুলনায় দেড় গুণ বড় এই গ্রহাণু। আগামী কয়েকদিনের মধ্যেই তা পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে। মহাকাশের এই পাথুরে গ্রহাণুর নামকরণ মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা করেছেন 'Asteroid 2020ND' এবং তা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে। আগামী ২৪ জুলাই ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (AU) দূরত্বের মধ্যে চলে আসবে।
এক AU ( ১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব। ঘন্টায় ৪৮ হাজার কিমি গতিতে (সেকেন্ডে ১৩.৫ কিলোমিটার) ধেয়ে আসছে এবং তা চলে আসবে পৃথিবীর থেকে ৫,০৮৬,৩২৭ দূরত্বের মধ্যে চলে আসবে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এই দূরত্ব নেহাতই নগণ্য।
নাসা-কে উদ্ধৃত করে বার্মিহাম লাইভ জানিয়েছে যে, পৃথিবীর সন্নিকেটে চলে আসার মতো সম্ভাবনার মতো মাপকাঠির ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণু (পিএইচএ)-র সংজ্ঞা নির্ধারন করা হয়। বিশেষত যে গ্রহাণুগুলির মিনিমাম অরবিট ইন্টারসেকশন ডিসট্যান্স (MOID) ০.০৫ AU বা তার কম, সেগুলিকে পিএইচএ বলে বিবেচনা করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊