Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইআইটিতে ভর্তির নিয়মে বদল, দেখা হবে না দ্বাদশ শ্রেণীর নম্বর


বহু প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এর আগে প্রকাশিত হয়েছিল  CBSE, ICSE বোর্ডের ফলাফলগুলি। 


করোনা সংক্রমণের জেরে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিলো রাজ্য বোর্ডের সাথে সাথে CBSE, ICSE বোর্ডের পরীক্ষাও। যদিও উত্তরোত্তর বাড়তে থাকা করোনার সংক্রমণের জেরে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সমস্ত বোর্ডের পরীক্ষাগুলি। আর তাই আইআইটির ভর্তির নিয়ম শিথিল করা হল। 




মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ঘোষণা করেছেন এবার আইআইটিতে ভর্তির সময় দ্বাদশ শ্রেণীর প্রাপ্ত নম্বরের ওপর গুরুত্ব দেওয়া হবে না, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় সফল হলেই মিলবে ভর্তির সুযোগ। সেক্ষেত্রে পেতে হবে ন্যূনতম ৭৫% নম্বর। 



শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল ট্যুইট করে জানান," কোভিড সংক্রমণের কারনে বেশকিছু বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে। তাই Joint Admission Board (JAB) জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স (২০২০) পরীক্ষার যোগ্যতামান নির্ধারণে কিছু শিথিলতা এনেছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code