বড়ো ফাইল আদানপ্রদানের জন্য গুগল নিয়ে আসছে নতুন আপডেট

 

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে খুব জনপ্রিয় ছিল Xender, SHAREit এর মতো অ্যাপগুলি। খুব আল্প্ সময়ের মধ্যে এক মোবাইল থেকে অন্য মোবাইলে বড়ো বড়ো ফাইল পাঠানো যেত এই অ্যাপগুলির মাধ্যমে। কিন্তু ভারত সরকার যে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে তার মধ্যে এই অ্যাপগুলিও ছিল। তাই স্মার্টফোন ব্যবহারকারীদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যা সমাধানে এগিয়ে এল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। খুব শীঘ্রই তারা নিয়ে আসছে নতুন একটি অ্যাপ, যার মাধ্যমে খুব সময়ের মধ্যেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করা যাবে।
.
সম্প্রতি গুগলের তরফে জানানো হয়েছে তারা খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Nearby Share নাম নতুন একটি ফিচার আনতে চলেছে যার মাধ্যমে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই এক স্মার্টফোনে তথ্য আদানপ্রদান করা যাবে। ফটো, ভিডিও বা অন্য্ যেকোনো ফাইল থেকে শুরু করে লিংক শেয়ার করার সুবিধা দেবে এই ই নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ৬ ভার্সন ও তারপরের অপারেটিং সিস্টেমে চলা সমস্ত ডিভাইসে দেওয়া হবে। এই নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড-৬ ভার্সন ও তারপরের অপারেটিং সিস্টেমে চলা সমস্ত ডিভাইসে দেওয়া হবে। 


গুগলের এই নতুন ফিচারটি ব্যবহার করতে হলে গুগলের বিটা ভার্সন ব্যবহার করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ