উচ্চশিক্ষার ক্ষেত্রে উৎসাহ জোগাতে ডঃ এপিজে আব্দুল কালাম স্কলারশিপ
উচ্চমাধ্যমিক পাশের পর অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উৎসাহ জোগাতে "Buddy4Study India Foundation" এর পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। যেসমস্ত শিক্ষার্থী মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা তাদের জন্য প্রতিবছর "Dr Abdul Kalam Scholarship" দেওয়া হয়। দেখে নিন বিস্তারিতঃ
আবেদনের যোগ্যতাঃ
১) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
২) দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ সহ পাশ করতে হবে।
৩) জাতীয় অথবা রাজ্য়স্তরের কোনো সরকারী স্বীকৃত মেডিক্যাল/ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলা শিক্ষার্থী হতে হবে।
৪) বার্ষিক পারিবারিক আয় ৬,০০,০০০ টাকা (ছয় লক্ষ টাকা) থেকে কম হতে হবে।
বৃত্তির পরিমাণঃ বাৎসরিক ২০,০০০ টাকা।
প্রয়োজনীয় নথিঃ
১) ফটোসহ পরিচয়পত্র,
২) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র,
৩) উচ্চমাধ্যমিক এর মার্কশীট,
৪) পারিবারিক আয়ের প্রমাণপত্র
৫) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ।
৬) অভিভাবকের বাণিজ্যিক পরিবহনের ড্রাইভিং লাইসেন্স,
৭) মেডিক্যাল/ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রমাণপত্র (সর্বশেষ নির্বাচনের সময়)
আবেদন পদ্ধতিঃ
১) Buddy4Study.com সাইট খুলতে হবে।
২) Buddy4Study তে ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) Dr Abdul Kalam Scholarship অপশনে ক্লিক করতে হবে।
৩) প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
৪) সবশেষে "Submit" অপশনে ক্লিক করতে হবে।
অথবা, Buddy4Study.com এ রেজিস্ট্রেশন করে সরাসরি https://www.buddy4study.com/page/dr-abdul-kalam-scholarship-for-medical-engineering-aspirants এই সাইটে প্রবেশ করে ফর্ম ফিলাপ করা যেতে পারে।
আবেদনের শেষ তারিখঃ ১৫ আগস্ট, ২০২০
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊