বর্ধমান শহরে ভেঙে পড়লে প্রায় দুশো বছরের পুরনো বাড়ি


সঞ্জিত কুড়ি, বর্ধমান ঃ 

হঠাৎই হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙ্গে পড়ল প্রায় দুশো বছরের পুরনো বাড়ি। যদি হতাহতের কোনো খবর নেই।

ঘটনাটি ঘটেছে আজ সকালে, পূর্ব বর্ধমান জেলার ডি ডি তেওয়ারী গলিতে। খবর দেওয়া বর্ধমান সদর থানা এবং বর্ধমান পৌরসভার। জীর্ণতার কারণেই এই ঘটনা বলে মনে করেন স্থানীয়রা। 

তবে পাশাপাশি এ ধরনের আরও কয়েকটি বাড়ি থাকার এগুলোকে সংস্কারের দাবি জানিয়েছেন তারা। ভারটেরা জানিয়েছেন দীর্ঘদিন এই পুরোনো বাড়িটি কোনো সংস্কার করা হয়নি এবং রাস্তার দিকে ভেঙে পড়া অংশটির দীর্ঘ কয়েক বছর ধরে অব্যবহার থাকার ফলে আরো জীর্ণ অবস্থায় হয়ে রয়েছে। এর মধ্যে লাগাতার বৃষ্টির কারণে এ দুর্ঘটনা বলে দাবি করেন তারা.