জাহাঙ্গীর মণ্ডল, মুর্শিদাবাদ: সারা রাজ্যের সাথে সাথে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার ২১ শে জুলাই ডোমকল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং বুথে বুথে শহীদ দিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল, ডোমকল পৌরসভার ভাইস চেয়ারম্যান আলম খান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরাও।
শহীদ দিবস প্রসঙ্গে বলতে গিয়ে ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল বলেন,"আজ একুশে জুলাই, এই দিনে তরতাজা ১৩ জন শহীদের প্রাণ কেড়ে নিয়েছিল সিপিএম হার্মাদ বাহিনী। তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই এই শহীদ দিবস পালন।"
শহীদ দিবস নিয়ে আলোচনার পরে তিনি সাধারণ মানুষের পাশে সব রকম বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন,"দিদি সর্বদা আমাদের পাশে রয়েছেন। আমাদের উচিত দিদির উন্নয়নের বার্তাগুলি জনসাধারণের মাঝে তুলে ধরা, সকলকে নিয়ে এগিয়ে চলা।"
0 মন্তব্যসমূহ
thanks