নিজস্ব সংবাদদাতা, শিবমন্দিরঃ

কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আজ SFI উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন ও পোস্ট গ্রাজুয়েট ইউনিটের পক্ষ থেকে রেজিস্টার মারফৎ উপাচার্যের কাছে ডেপুটেশনে তুলে দেওয়া হয়। বর্তমান সময়ে কোনো ভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয়, UGC বাস্তবতাকে অস্বীকার করে নির্দেশিকা জারি করেছে বলেই অভিযোগ তাঁদের। SFI-এর দাবি 'NO CLASS NO EXAM'। 

অবিলম্বে UGC নির্দেশিকা বাতিলের সাথে সাথে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত কলেজের পরীক্ষার ফর্ম ফিলাপ সহ এক সেমিস্টারের সম্পূর্ণ ফি মকুব এবং নতুন শিক্ষাবর্ষের ফর্ম ফি মুকবের দাবী জানিয়েছে SFI । 

এছাড়াও বিশ্ববিদ্যালয়কে ছাত্র, শিক্ষক, ছাত্র সংগঠন গুলির সাথে মতবিনিময় করেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এই দাবিও SFI এর পক্ষ থেকে রাখা হয়েছে।