পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মহালন্দি কলোনির ছেলের জন্য আজ উড়িষ্যার সম্বলপুর জেলা গর্বিত। গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। একই দিনে সিবিএসই-র দশম শ্রেণীর ফলও প্রকাশিত হয়।

কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ (সিবিএসই) এর দশম শ্রেণীর ফলাফলে সমস্ত অঞ্চলের মধ্যে ত্রিবান্দ্রম অঞ্চলেই পাশের হার সবথেকে বেশি - ৯৯.২৮ শতাংশ। এবারে ১৮,৭৩,০১৫ জন ছাত্রছাত্রী পরীক্ষা বসেছিল। এদের মধ্যে ১৭,১৩,১২১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ বছর পাশের হার ৯১.৪৬ শতাংশ।

পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। ৫,৩৭৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। গত বছরের তুলনায় এ বছর ০.৩৬ শতাংশ বেশি পাশ করেছে। ভুবনেশ্বর অঞ্চলে ৯৩.২ শতাংশ, পাটনা অঞ্চলে ৯০.৬৯ শতাংশ এবং গুয়াহাটি অঞ্চলে ৭৯.১২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। 



বিদেশে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে ৯৮.৬৭ শতাংশ পাশ করেছে। মেয়েরা ছেলেদের তুলনায় ৩.১৭ শতাংশ বেশি পাশ করেছে। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি থেকে বসা ছাত্রছাত্রীদের পাশের হার সবথেকে বেশি - ৯৯.২৩ শতাংশ। এ বছর ৮.০২ শতাংশ ছাত্রছাত্রী কম্পার্টমেন্ট পেয়েছে।

গতকাল CBSE পরীক্ষার ফল ঘোষণা হয়েছে যেখানে 98.2% নম্বর পেয়ে আকাশ পাল উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। আকাশ পাল মুর্শিদাবাদের মহালন্দি কলোনির বাসিন্দা।   বাবা প্রাইভেট  কোম্পানি তে চাকরি করে মা গৃহবধূ। কর্মসূত্রে সপরিবারে সম্বলপুরেই থাকেন। আকাশের ফলাফলে খুশির হাওয়া মুর্শিদাবাদের মহালন্দি কলোনিতেও।