Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব সর্প দিবস উপলক্ষে সচেতনতা শিবের


নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার ঃ 

বিশ্ব সর্প দিবস উপলক্ষে আলিপুরদুয়ার হাসপাতালে উপস্থিত জনসাধারণের মধ্যে সাপ,সাপের কামড় ও এর চিকিৎসা সমন্ধে আলোচনা শিবির। বৃহস্পতিবার বিজ্ঞান যুক্তিবাদী সংস্থার তরফে আয়োজিত এই সচেতনতা শিবের উপস্থিত মানুষকে বোঝানো হয় যে,সাপের কামড় দিলে ওঝা না যাওয়ার কথা।

সাপের কামড়ানো রোগীকে দ্রুততার সাথে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন করা হয় সাধারণ মানুষকে।সংস্থার পক্ষ থেকে এদিন বলা হয় সাপের কামড়ে ১০০ মিনিট খুবই গুরুত্বপূর্ন।এই ১০০ মিনিটের মধ্যেই চিকিৎসা করা সবচেয়ে জরুরী।

এর পাশাপাশি সর্প দিবসে সংস্থার পক্ষ থেকে সরকারের আবেদন জানানো হয়,পশ্চিমবঙ্গের নিজস্ব AVS এর জন্য।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক কৌশিক দে ও সন্তু দে সহ অন্যান্য সদস্যরা।

অন্যদিকে করোনা আবহে সর্প দিবসে আলাদা করে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি আলিপুরদুয়ার পিপলস ফর এনিম্যাল সংস্থার পক্ষ থেকে।বিশ্ব সর্প দিবসে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য পিপলস ফর এনিম্যাল-এর তরফ থেকে একটি ভিডিও বার্তা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code