নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙ্গাঃ
পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে ১৫ জুলাই ২০২০ বুধবার স্থায়ী কর্মসংস্থানের দাবিতে, মাথাভাঙ্গা মহকুমার অন্তর্গত,এস.ডি.এম মাথাভাঙা ১ ও 2 নং বিডিও এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তরে স্মারকলিপি প্রদান করা হলো।

জেলা সভাপতি কুদ্দুস আলম,জেলা কনভেনার রফিকুল আলম জেলা রাজ্য সহ সভাপতি আবুল কালাম আজাদ, মাথাভাজ্ঞা 1 ব্লক সভাপতি জগদিশ বর্মন সহ জেলার অন্যান্য নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন।



সংগঠনের দাবি-
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী "ভাতা নয় কাজ চাই"
এনেক্সার-iii বাতিল করতে হবে।
জেলার যে কোন কাজে যুবশ্রী থেকে নিয়োগ করতে হবে।
বতর্মান বাজার মূল্যে ভাতা বৃদ্ধি করতে হবে।
বন্ধ ভাতা পুনরায় চালু করতে হবে।

জেলা সভাপতি কুদ্দুস আলম জানান- "আমাদের পরবর্তী আন্দলন লক ডাউন মেনে ডি এম অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচী নেয়া হয়েছে। যতদিন দাবি মেনে নেওয়া না হচ্চে ততদিন আমদের লড়াই জারি থাকবে।"