প্রীতম ভট্টাচার্য ,নদীয়া : দিনে দিনে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে । উদ্বিগ্ন সাধারণ মানুষ। সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে চলছে বিভিন্ন রকম কর্মসূচি।

বুধবার নদীয়া জেলার কৃষ্ণনগরে স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐক্যতান এর উদ্যোগে ও কানাইপল্লীর যুবকদের সহযোগীতায় করোনা মোকাবিলায় স্যানিটাইজ করার কর্মসূচি গ্রহণ করা হয় । 
কর্মসূচি মোতাবেক আজ সকালে কৃষ্ণনগর শহরের ৬নং ওয়ার্ডের কানাই পল্লী ও নাজিরা পাড়ার একটি অংশে স্যানিটাইজ করে সংগঠনের সদস্যবৃন্দ । উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ঐকতান এর পক্ষ থেকে শ্রী অরিন্দম দেব, এলাকার শিক্ষক শ্রী সৌগত দাস, জীবানন্দ বিশ্বাস সহ অন্যান্যরা এছাড়াও এলাকার যুব সম্প্রদায় । 

কৃষ্ণনগর ঐকতান এর পক্ষে সৌগত দাস বলেন "করোনা সংক্রমণ ঠেকাতে আমরা এই উদ্যোগ নিয়েছি । আমাদের এই কাজ ধারাবাহিকভাবে চলবে ।

কৃষ্ণনগর ঐকতান ও পাড়ার যুবকদের এই ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা ।